দিনাজপুরে একটি চালকলের বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৪ জনের মধ্যে মো. গুলজার হোসেন (৩৫) নামে একজন মারা গেছেন।
মঙ্গলবার ভোরের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মো. গুলজার হোসেন দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর গ্রামের খোকা মিয়ার ছেলে।
এর আগে, সোমবার রাতে দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজারের কাছে বাউড়ার মোড় এলাকায় কালু হাজীর রাইস মিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় অগ্নিদগ্ধ অন্যরা হলেন রানীগঞ্জ গ্রামের রুস্তম আলীর পুত্র নুর ইসলাম (১৫), আমজাদ হোসেনের কন্যা আনোয়ারা বেগম (৩৫) ও খমির উদ্দীনের পুত্র রফিকুল ইসলাম (৪৫)। তার দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/মাহবুব