সাভারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লা বহনকারী একটি ট্রাকের চাপায় উম্মে কুলসুম নামের (৮০) এক বৃদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে দিয়েছে। নিহত বৃদ্ধা ওই এলাকার সালেহপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে আমিনবাজার এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন এক বৃদ্ধা। এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লাবাহী ট্রাক বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ধাওয়া করে ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে না পাঠিয়ে নিহতের লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে।
এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৬/হিমেল