নাটোরের লালপুরে অস্ত্রসহ আসলাম আলী (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মঞ্জিলপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসলাম আলী উপজেলার মোমিরপুর গ্রামের নওশের আলীর ছেলে।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, আসলাম আলী ভারত ও পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি নিয়ে এসে এদেশে বিক্রি করতেন। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মঞ্জিলপুকুর এলাকায় অভিযান চালিয়ে আসলামকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে পাকিস্তানের তৈরি একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৬/হিমেল