চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকা থেকে অস্ত্রসহ মো. আশিক (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আজ বিকেলে তাকে আটক করা হলেও সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আশিক ভোলাহাট উপজেলার বড়গাছি-পশ্চিমপাড়ার আইফুল ইসলামের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে দুটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি শ্যুটার গান, তিনটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ আশিককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৬/হিমেল