বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বগুড়া-নাটোর মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপের চালক তারাজুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার রনবাঘার কৈডালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারাজুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার মেদেনি পাড়ার মৃত মন্টু মিয়ার ছেলে।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই কাজল কুমার নন্দী জানান, সকালে বগুড়াগামী পণ্যবাহী ট্রাকটি ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখী পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হন।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/হিমেল