তথাকথিত ব্যর্থ আন্দোলনের মত ২০১৯ সালের জাতীয় নির্বাচনেও বিএনপি ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আজ বিকেলে নীলফামারী জেলা শহরের বড়মাঠে চলমান উন্নয়ন মেলায় “বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা দিয়ে নিরাপরাধ মানুষদের হত্যা করেছে। রেলগাড়ি পুড়িয়েছে, ইঞ্চিনে আগুন দিয়ে রেলের ক্ষতি করেছে। ধংসের কারণে ব্যর্থ হয়েছে তাদের আন্দোলন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলে দরদ দেখিয়ে উন্নয়ন করছেন যাত্রী সেবার কথা মাথায় রেখে।
তিনি বলেন, খালেদা জিয়ার সময় অবহেলিত থাকা রেল বিভাগ যুযোপযোগী হচ্ছে শেখ হাসিনার দুরদর্শীতায়। নতুন নতুন রেললাইন স্থাপন, ক্যারেজ সংযোজন, ইঞ্জিন মেরামত, সিগন্যাল ও স্টেশনসহ রেলকারখানা আধুনিকায়নে ৪৬টি প্রকল্পে কাজ করা হচ্ছে।
জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে সভায় রেলপথ মন্ত্রনালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন, সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, শওকত চৌধুরী, সফুরা খাতুন, নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ ও নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায় বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী পার্বতীপুর-কাউনিয়া ও চিলাহাটি-হলদীবাড়ি রুটে ট্রেন চলাচলের উদ্যোগ এবং চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেসে লাল সবুজের নতুন ক্যারেজ যুক্ত হয়ে চলাচল করবে বলে জানান। আলোচনা সভা শেষে মন্ত্রী উন্নয়ন মেলায় অংশ নেওয়া বিভিন্ন দফতরের ৬২টি স্টল পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/হিমেল