৬ বছর আগে গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্কুলশিক্ষিকা মঞ্জুরী খাতুনকে হত্যার দায়ে তার স্বামী শাহাদত হোসেন মণ্ডলকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রত্মেশ্বর ভট্টচার্য এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শাহাদত হোসেন নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার চককুমুর গ্রামের ছামছুল হুদার ছেলে।
জানা গেছে, ২০০৭ সালের ১৭ জুন মঞ্জুরী খাতুনের সঙ্গে শাহাদত হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে তাদের দাম্পত্য কলহ চলছিল। এরই জের ধরে ২০১১ সালের ২১ এপ্রিল শাহাদত হোসেন শ্বশুর বাড়িতে আসেন এবং পরদিন রাতের কোনো এক সময় স্ত্রী মঞ্জুরীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।
পরে মঞ্জুরীর বাবা মো. মকবুল হোসেন খন্দকার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা চলাকালীন সময়ে সকল সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে হত্যার বিষয়টি প্রমাণিত হয়।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৬/মাহবুব