পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্যবিভাগ সাগার ও নদী মোহনায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ঘন ফাঁসের অবৈধ বেহুন্দি জাল উদ্ধার করেছে। নৌ-পুলিশের সহযোগীতায় সোমবার রাতভর সাগর মোহনা, রামনাবাদ ও আন্দার মানিক নদীর বিভিন্ন পয়েন্টে এ বিশেষ অভিযান চালানো হয়। এ সময় কালু দাস (৪৫) নামের এক জেলেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মো.ওয়াসি উদ্দিন ও জেলা মৎস্য কর্মকর্তা ড.মো.আবুল হাছনাত’র উপস্থিতিতে উদ্ধারকৃত ওই জাল পৌর শহরের হেলিপ্যাড মাঠে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।
উপজেলা মৎস্যবিভাগ সূত্রে জানা গেছে, এ অভিযানে বিশাল আকারের ২০ টি ঘন ফাঁসের অবৈধ বেহুন্দি জাল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২৩ লাক্ষ টাকা। আটককৃত ওই জেলেকে ভ্রাম্যমাণ আদালত ২ হাজার টাকা জরিমানা করে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.কামরুল ইসলাম জানান, এ জাল ছোট ছোট মাছ মেরে ফেলছে। তাই মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান চালানো হয়েছে।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/হিমেল