নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্বামী-শশুর মিলে খাদিজা বেগম (২২) নামে এক গৃহবধূর উপর নির্যাতন চালিয়ে বাড়ি থেকে বিতারিত করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সকালে উপজেলার খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ খাদিজা আক্তার ভোলা জেলার দৌলতখান থানার দিদারুল্লাহ এলাকার নান্নু মিয়ার মেয়ে।
গৃহবধূ খাদিজা বেগম জানান, ৯ বছর আগে রূপগঞ্জ উপজেলার খামারপাড়া এলাকার মান্নান বেপারীর ছেলে নাদিমের সঙ্গে খাদিজা বেগমের বিয়ে হয়। বিয়ের সময় খাদিজারের বাবা তাকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ ৩ লাখ টাকার মালামাল প্রদান করে। বিয়ের পর তাদের সংসারে নিহাল নামে একটি ছেলে সন্তানের জন্ম হয়। বেশ কয়েক দিন ধরেই স্বামী নাদিম গৃহবধূ খাদিজা বেগমকে তার বাবা বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে বলে। খাদিজা বেগম যৌতুকের জন্য কোন টাকা এনে দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। আজ সকালে ফের যৌতুকের টাকা এনে দিতে বললে ক্ষিপ্ত হয়ে স্বামী নাদিম, শশুর মান্নান বেপারী, রীনা বেগম, রোজীনা বেগম ও শরীফ মিলে খাদিজা বেগমকে লাঠি-দিয়ে পিটিয়ে আহত করে বাড়ি থেকে বিতারিত করে দেয়। খাদিজা বেগমকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) জসিম উদ্দিন বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার