আগামী ১৯ জানুয়ারী বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বগুড়া জেলা বিএনপি। আগামী ১৩ জানুয়ারী থেকে ১৯ জানুয়ারী পর্যন্ত এসব কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার দলীয় কার্যালয়ে জেলা বিএনপির জরুরী সভায় এসব কর্মসূচি সফল করার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও বগুড়াবাসীর প্রতি আহবান জানান দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম। কর্মসূচিতে রয়েছে, দোয়া মাহফিল, আলোচনা সভা, জিয়াবাড়ীতে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, বিএনপি নেতা ফজলুল বারী বেলাল, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, সুজা উদ্দৌলা সন্জু, শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, মহিলা দলের নিলুফা কুদ্দুস, শ্রমিক নেতা লিটন শেখ বাঘা ও মোশারফ হোসেন স্বপন, যুবদলের মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সাইমুম ইসলাম, ছাত্রদলের শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/হিমেল