বগুড়ার শেরপুর পৌরশহরের হাসপাতাল রোডের পাশে অবস্থিত কবরস্থান থেকে চুরি যাওয়া কঙ্কালের সন্ধান মিলেছে। সংঘবদ্ধ একটি চক্র এই কঙ্কাল চুরি করে গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামে রাতারাতি তৈরি করেছেন মাজার শরীফ। নাম দিয়েছেন দরবেশ আশরাফী আল চিশতি পাগলার মাজার। গত রবিবার মধ্যরাতে শহরের হাসপাতাল রোডের পাশে অবস্থিত কবরস্থান থেকে একটি পুরাতন কবর খুঁড়ে কঙ্কাল চুরি করা হয়। পরদিন দুপুরে ঘটনাটি জানাজানি হলে শহরজুড়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনার সংবাদ মঙ্গলবার একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। এরপর পুলিশও নড়েচড়ে বসে। কঙ্কালটি উদ্ধারে অভিযানে নামে পুলিশ। এরইমধ্যে মঙ্গলবার দুপুরের দিকে থানায় সংবাদ আসে চুরি যাওয়া সেই কঙ্কালটি দাফনের মাধ্যমে বনমরিচা গ্রামে মাজার তৈরি চলছে।
উপজেলা শহর থেকে তিন কিলোমিটার দূরে এই গ্রামটির অবস্থান। জানা যায়, পৌরশহরের টাউন কলোনিপাড়ার বাসিন্দা মতিয়ার রহমান ২০১৫ সালের ১৭ মার্চ মারা যান। পরে হাসপাতাল রোডের পাশে অবস্থিত কবরস্থানে তাকে দাফন করা হয়। কিন্তু দীর্ঘ ২২ মাস পর মতিয়ার রহমানের স্ত্রী মরিয়ম বেওয়া ও তার ভক্তরা রাতের আধারে কবরটি খুঁড়ে মতিয়ার রহমানের কঙ্কাল নিয়ে গিয়ে এই মাজার তৈরি করেন।
মরিয়ম বেওয়া দাবি করেন, তার স্বামী মৃত্যুর সময় বলেছে তার কবরটি যেন চিশতিয়া পাগলা মাজার শরীফ বানানো হয়। তাই বনমরিচা গ্রামে দেড়শতক জমি ক্রয় করে সেখানে এই মাজার করা হলো। আর কবরস্থান থেকে দিনের বেলায় লাশ তুলতে লোকজনের ঝামেলা হতে পারে। তাই রাতের আঁধারে কবরটি খুঁড়ে লাশ স্থানান্তর করা হয় বলে তিনি দাবি করেন।
মরিয়ম বেওয়া আরও বলেন, জানান, স্বামী মতিয়ার রহমান একজন আওলিয়া ভক্ত ছিলেন। তাই কবর স্থান থেকে তার লাশ স্থানান্তর করার জন্য বার বার স্বপ্নে দেখায়। কিন্তু নিজস্ব জায়গা জমি না থাকায় এতদিন স্থানান্তর করা সম্ভব হয়নি। এছাড়া আগামী বছর থেকে মৃত্যুবার্ষিকীর ওরস মাহফিলের আয়োজন করা হবে বলেও তিনি জানান।
বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, মতিয়ার রহমানের লাশটি স্থানান্তরের গত ৫ জানুয়ারি তার স্ত্রী মরিয়ম বেওয়া পৌরসভার মেয়র বরাবরে একটি লিখিত আবেদন করেন। পরে পৌর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরিবারের লোকজন লাশটি স্থানান্তর করেন। কিন্তু রাতের আঁধারে এই কাজটি সম্পন্ন করায় নানা প্রশ্নের সৃষ্টি হয়। তবে মঙ্গলবার দুপুরে এই ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা দাবি করেন।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৬/মাহবুব