প্রায় একঘন্টার চেষ্টায় গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। শনিবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেড়টার দিকে নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, টঙ্গীর মিলগেট এলাকায় শনিবার (২১ জানুয়ারি) দুপুরে তুলার গুদামে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পাশের বস্তিতেও। পরে খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ