দিনাজপুরে রোলার স্কেটিং খেলোয়াড়দের মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী দিনে আজ শনিবার কৃতি খেলোয়াড়দের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
দেশের ১৮টি জেলার ৬০ জন রোলার স্কেটিং খেলোয়াড়দের নিয়ে এ ক্যাম্পে প্রশিক্ষণ শেষে চূড়ান্ত পর্যায়ে ৩০ জন খেলোয়াড় জাতীয় রোলার স্কেটিং প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ট্রেইনার মো. নওসিফ হোসেন, দিনাজপুরের কোচ মো. নুরুল ইসলাম (নুরু), সহকারী জাতীয় ট্রেইনার মো. সাইফুল ইসলাম, পাভেল ইসলাম, সাগর প্রমুখ।
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের উদ্যোগে এবং দিনাজপুর রোলার স্কেটিং অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দিনাজপুর শিশু পার্ক রোলার স্কেটিং মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ করেন রোলার স্কেটিং’র সহকারী জাতীয় ট্রেইনার মো. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুরের কোচ মো. নুরুল ইসলাম নুরু, দিনাজপুর রোলার স্কেটিং অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন ফিরোজসহ অন্যান্য প্রশিক্ষকবৃন্দ।
বিডি প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম