দুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে রূপগঞ্জে দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি শিক্ষার্থীদের সংগঠন ‘রূপকথা’।
আজ শনিবার সকালে ওই শিক্ষাঙ্গনে বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ২০১৫ সালে দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের মানব সেবামূলক সংগঠন ‘রূপকথা’ গঠন করে বিভিন্ন সময়ে সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। ওই সংগঠনটির সদস্যরা নিজেরাই টাকা তুলে এ আয়োজন করেছে।
এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত প্রতিটি শ্রেনীর প্রথম মেধাবী তিন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ‘রূপকথা’ সংগঠনের প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান খান রাহাত, মো. সাকিব হাসান, রোকসানা পারভীন সামিয়া, ওয়াহিদা হুসনাইন ইলা, সুমা আক্তার, পরী আক্তার, ইতি আক্তার, সিদরাতুল মুনতাহা, তাইফুল ইসলাম, মিদ্দাদুল হক অপু, নিশাত জাহান, সানজিদা আহমেদ, নাজমিন জাহান, তাহরিমা আফরিন, সাদিয়া আফরিন দিবা ও সাদিয়া কবির বন্যা প্রমুখ।
‘রূপকথা’ সংগঠনটির প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান খান রাহাত শীতার্তদের উদ্দেশ্য করে বলেন, আমাদের সামান্য আয়োজন। ইচ্ছে করলে ভালো কোনো কাজ থেমে থাকে না। সামনে আমাদের এইএইচসি চূড়ান্ত পরীক্ষা। আমরা আপনাদের দোয়া চাই। আমরা যাতে সকলে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি। পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলে আগামী দিনে আপনাদের পাশে থাকতে পারি।
বিডি প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম