চাঁপাইনবাবগঞ্জে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও ২টি খেলনা পিস্তলসহ জামাল শেখ (৫০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। আজ শনিবার দুপুরে পৌর কাঁচা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জামাল শেখ চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার আলীনগর মহল্লার মৃত সেরাজ উদ্দিন শেখের ছেলে।
র্যাব জানায়, আগ্নেয়াস্ত্র বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার নুরে আলমের নেতৃত্ত্বে নিউমার্কেট সংলগ্ন কাঁচাবাজার চাউল পট্টি গলিতে অভিযান চালানো হয়। এ সময় জামাল শেখকে ১টি আমেরিকান ৭.৬৫ মি.মি পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি খেলনা পিস্তলসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম