নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি দেশীয় পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ মো. সোহেল সিকদার (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকা থেকে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. সোহেল সিকদার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকার মাসুদের বাড়ির ভাড়াটিয়া। তিনি মৃত্যু মো. মালেক সিকদারের ছেলে।
রুপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই ) মনির জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকায় মাসুদের ভাড়া বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় সন্ত্রাসী সোহেল সিকদারের ঘর থেকে একটি দেশীয় পিস্তল ও ৩ রাউন্ড ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, আটক সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম