নারায়ণগঞ্জের রূপগঞ্জে মনির খান (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার মোগড়াকুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মনির খান মোগড়াকুল এলাকার মৃত আক্তার খানের ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, মনির খান উপজেলার মোগড়াকুলসহ আশ-পাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। শনিবার দুপুরে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি করার সময় ২০ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম