পটুয়াখালী কলাপাড়া উপজেলার মহিপুর থানার পাঁচ গ্রাম রক্ষার্থে বেরিবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ শনিবার সকাল ১০টায় মহিপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার নিজামপুর, সুধীরপুর, কমরপুর, ইউসুফপুর, পুরাণ মহিপুর গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিরা জানান, ভাঙা বেরিবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে ফসলী জমি, মসজিদ, মাদ্রাসা, স্কুল ও ঘরবাড়ি প্লাবিত হয়। এ থেকে রক্ষা পেতে তারা স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।
বিডি প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম