ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় নসিমন উল্টে ৩ গরু ব্যবসায়ি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৪ জন গরু ব্যবসায়ি। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হরিপুর উপজেলার মশাল ডাঙ্গী এলাকায় ইদ্রিস (৭০) উখাই চন্ডী গ্রামের বাবলু (৪৫) ও এরফান (৬৫)। আহতরা হলেন, ড্রাইভার এনামুল, পিয়ারুল, ইউসুফ ও মজিবর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলা থেকে একটি গরু বোঝাই নসিমন আমগাঁও জাবন ইট ভাটার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে নসিমন উল্টে ঘটনাস্থলে দুই গরু ব্যবসায়ি নিহত হয়। আহত হয় আরো ৫ জন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে ড্রাইভার এনামুল ও এরফানের অবস্থা গুরুতর হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রংপুর যাওয়ার পথে বোঁচাগঞ্জ নামক স্থানে এরফান (৬৫) মারা যায়।
ঠাকুরগাঁও হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহিদুর দুর্ঘটনায় হতাহতের খবরটি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৭/হিমেল