যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা তিন লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২১) সদস্যরা। আজ সকাল ৭টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের পুটখালী চরের মাঠ থেকে এ টাকা উদ্ধার করা হয়।
পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ রায় জানান, সকালে বিজিবি সদস্যরা পুটখালী চরের মাঠে টহল দেওয়ার সময় দুই যুবককে সীমান্ত এলাকা দিয়ে সাইকেল চালিয়ে পুটখালী বাজারের দিকে আসতে দেখে। এসময় বিজিবি সদস্যরা ওই যুবকদের গতিরোধ করলে তারা সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সাইকেলে থাকা একটি প্যাকেট থেকে তিন লাখ ৯০ হাজার পাওয়া যায়। উদ্ধারকৃত টাকা বিজিবি ক্যাম্পে রাখা আছে।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৭/হিমেল