পাবনায় আটঘড়িয়া উপজেলার ডেঙ্গারগ্রামে সন্ত্রাসীদের গুলিতে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, ৩ টি বিদেশি রিভলভার, ১টি শার্টার গান, ১টি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও ১টি চাপাতি উদ্ধার করেছে।
বুধবার দুপুরে আটঘড়িয়া থানার ডেঙ্গারগ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) শামিমা আক্তার।
শামিমা আক্তার বলেন, বুধবার বেলা ১২টার দিকে পাবনার আটঘড়িয়া থানার ডেঙ্গারগ্রামে একটি প্রাইভেটকারের বেপরোয়া গতি দেখে সন্দেহ হয় পুলিশের। পরে ধাওয়া করে ডেঙ্গারগ্রামের মাঠের মধ্যে প্রাইভেটকারের গতি রোধ করার চেষ্টা করা হলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা প্রাইভেটকারটি ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় আটঘরিয়া থানার এসআই মনির ও তোফাজ্জল গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হলে এসআই মনিরের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ঘটনার পর পরই পাবনার বিভিন্ন থানা এলাকা থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে ডেঙ্গারগ্রাম মাঠের মধ্যে সন্ত্রাসীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব