বাগেরহাটের মোরেলগঞ্জে ২ কেজি গাঁজাসহ শাহিন খান কালু (৩০) ও রিপন চৌকিদার (১৭) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ থানা পুলিশ আজ বুধবার ভোর ৫টার দিকে স্টীলব্রীজ এলাকা থেকে এদেরকে আটক করে।
আটককৃত কালু যশোরের কচুয়া গ্রামের কাদের খানের ছেলে এবং রিপন মোরেলগঞ্জের নিকারি পাড়ার বাদশা চৌকিদারের ছেলে।
থানার ওসি রাশেদুল আলম জানান, ঢাকা থেকে শরণখোলা গামী ফাল্গুনী পরিবহনে গাঁজার একটি চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল টহলে থাকে। ভোর ৫টার দিকে স্টীল ব্রীজের কাছে গাড়ি থেকে নেমে গাঁজা নিয়ে রিপনের মটর সাইকেলে ওঠে কালু। এ সময় এএসআই খায়রুল ইসলাম কালু ও রিপনকে আটক করে তাদের নিকট থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল