নিখোঁজের চারদিন পর সাগর সরকার (১৪) নামের এক স্কুল ছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে কাহালু থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে এ লাশ উদ্ধার করা হয়।
সাগর বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আতাইল গ্রামের আব্দুল বাছেদের ছেলে এবং আতাইল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।
জানা যায়, সাগর গত রবিবার বিকালে তার বাবার ব্যাটারি চালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় এবং অটোভ্যানসহ নিখোঁজ হয়। এব্যপারে সাগরের বাবা আব্দুল বাছেদ গত সোমবার শাজাহানপুর থানায় জিডি করেন। এরপর কাহালুর জামগ্রাম ইউনিয়নের সোনারপাড়া এলাকায় একটি পুকুরে স্থানীয়রা বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে বৃহস্পতিবার সন্ধায় পুলিশকে খবর দেয়। রাতে কাহালু থানার পুলিশ লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে লাশ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, লাশের গলায় ও ডান কানের নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/হিমেল