বরিশালের বানারীপাড়া উপজেলার নরোত্তমপুর গ্রামের একটি রাস্তা থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত যুবতীর আনুমানিক বয়স ২০ বছর। তার পরনে স্যালোয়ার কামিজ এবং গলায় ফাসের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক খান জানান, পথচারীরা মল্লিক বাড়ির পাশের রাস্তায় যুবতীর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
আলামত দেখে পুলিশ নিশ্চিত হয়েছে, পরিকল্পিতভাবে এ হত্যা করা হয়েছে। তবে এটি প্রেমঘটিত না অন্য কোনো বিষয়ের জের ধরে তাকে হত্যা করা হয়েছে, পুলিশ সে বিষয়ে তদন্ত করছে।
তিনি আরও জানান, লাশের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সংলগ্ন বিভিন্ন থানায় ওয়্যারলেস বার্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৭/হিমেল/ফারজানা