সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক শিমুলের মাথা থেকে বের হওয়া গুলি ও মেয়রের অস্ত্রটি ব্যালেস্টিক পরীক্ষা করাতে প্রয়োজনীয় মতামতের জন্য ঢাকার সিআিইডি হেড কোয়ার্টারে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরীক্ষার পর বিষয়টি পরিস্কার হয়ে যাবে। মামলাটির যাতে দ্রুত অগ্রগতি হয় সেভাবেই কাজ করবে পুলিশ।
তিনি বলেন, যথাযথ আইনী প্রক্রিয়ার মধ্য দিয়ে মামলাটি বিচার প্রক্রিয়ায় যাবে। এ ক্ষেত্রে কোন রাজনৈতিক চাপ নেই। ইতোমধ্যে মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিক শিমুল হত্যার দুটি মামলায় (বিস্ফোরক ও হত্যা) তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরের পর তাকে সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহীন আলম, আবু ইউসুফ, গোয়েন্দা পুলিশের ওসি ওহেদুজ্জামান, সদর থানার ওসি হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শ্যামলী এলাকা থেকে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগর পুলিশ হালিমুল হক মিরুকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ