সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুরের সাংবাদিকরা। আজ সোমবার সকালে পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে শহরের ক্লাব রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন শুকুর, মুনিরুজ্জামান নাসিম আলী, এ কে আজাদ, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, এস এম রেজাউল ইসলাম শামীম, শিরিনা আফরোজ প্রমুখ।
এছাড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করীম মন্টু সিকদার, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর আলম নান্না, সুপ্র জেলা সম্পাদক মাঈনুল আহসান, সুহৃদ সমাবেশ জেলা সভাপতি সিকদার চান বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা পৌর মেয়র মিরুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম