ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। এই সড়ক দুর্ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন। আজ সকালে উপজেলার মাস্টাবাড়ি নামন স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ক্রাউন গার্মেন্টসের একটি শ্রমিকবাহী বাস মাওনা থেকে ফেক্টুরীতে আসার সময় ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শাহিনা আক্তার (৩০) নামের এক নারী শ্রমিক নিহত হয় ও অন্তত ১৫জন আহত হয়। নিহত শাহিনা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রহিম মিয়ার স্ত্রী।
বিডি প্রতিদিন/এ মজুমদার