ময়মনসিংহে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় এক পুলিশ কনস্টেবলকে জেলা হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে ময়মনসিংহের ৭ নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক আসামীর জামিন আবেদন না মঞ্জুর করে জেলা হাজতে প্রেরণ করার আদেশ দেন।
জানা যায়, গফরগাঁও উপজেলার ধোপাঘাট মলাকান্দা গ্রামের বাসিন্দা পুলিশ কনস্টেবল মাহফুজুল হক। বর্তমানে সে ঢাকা মেট্রপলিটন পুলিশের কেপিআই শাখায় কর্মরত।
আদালত সূত্র জানায়, ২০১০সালে একই উপজেলার মশাখালী ইউনিয়নের ভাতুরী গ্রামের বাসিন্দা সবুজ মিয়ার মেয়ে শাহানাজ পারভীনকে বিয়ে করেন পুলিশ কনস্টেবল মাহফুজুল হক। বিয়ের কিছুদিন ভাল চললেও ২০১২ ও ১৩ সালে মাহফুজুল শশুর বাড়ি থেকে ৩ লাখ টাকা ধার নেয়। এবং ২০১৬ সালের ১০জুন সে আরো ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। এনিয়ে দুই পরিবারে বিরোধ দেখা দিলে স্ত্রী শাহানাজকে যৌতুক দাবিতে শশুর বাড়িতে পাঠিয়ে দেন মাহফুজুল।
মামলার বাদি পক্ষের আইনজীবী শাহজাহান কবীর সাজু জানান, ২০১৬ সালের ১০অক্টোবর বাদি শাহানাজ ময়মনসিংহের ৭নং আমলী আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার আসামী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।