নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এ এম স্কুলের দশম শ্রেণির ছাত্রী নুরজাহান আকতার স্মৃতিকে অপহরণ করে নির্যাতন এবং চরকিং বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম কাজলকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে হাতিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসূচিতে হাতিয়া মহিলা কলেজের শিক্ষক শিক্ষার্থীর পাশাপাশি ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কয়েকশ' শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। প্রায় ৩ কিলোমিটার রাস্তাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক আনম হাছান, কলেজ শিক্ষক নুর আলম জসীম, হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ফজলে আজিম তুহিন, মুক্তিযোদ্ধা আবু তাহেরসহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ