বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সদ্য প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তকে নিয়ে ফেসবুকে কটাক্ষ করে পোষ্ট দেওয়া হয়। এই ঘটনায় আজ বিকালে ঝিনাইদহের মহেশপুর পৌর কর্মচারী আব্দুল হান্নাকে পৌর মেয়র সাময়িকভাবে বরখাস্ত করেছেন। ঘটনাটি নিশ্চিত করেছেন মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান। অভিযুক্ত আব্দুল হান্নান পৌর এলাকার ৭ ওয়ার্ডের পাতিবিলা গ্রামের মৃত খোদাবাক্সের ছেলে।
জানা গেছে, পৌর কর্মচারী আব্দুল হান্নান আজ সোমবার সুরঞ্জিত সেন গুপ্তকে নিয়ে তার ফেসবুক পেজে কটুক্তিমূলক পোষ্ট দেন। ঘটনাটি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আওয়ামী লীগ নেতাকর্মীর মেয়র আব্দুর রশিদ খানকে অবগত করেন। পরে তিনি ঘটনার সত্যতা পেয়ে ওই কর্মচারী তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার