সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারী মেয়র হালিমুল হক মীরুর গাড়ির চালক ও হত্যা মামলার অন্যতম আসামি শাহীন আলম (২৫)কে করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি উপজেলার একটি বাস কাউন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহীন আলম শাহজাদপুর উপজেলার বাড়াবিল এলাকার বাসিন্দা ও মেয়র মীরুর গাড়ি চালক বলে জানিয়েছেন ওসি। তিনি আরও জানান, সাংবাদিক হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি শাহিন আলম।