অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ ও জাটকা ইলিশ শিকারের অভিযোগে তিনটি ট্রলারসহ ২৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ‘মাঝের চর’ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের তিনটি ট্রলার থেকে ১০ মণ জাটকা জব্দ করা হয়েছে। আটক জেলেদের বাড়ি পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।
আজ মঙ্গলবার সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন জানান, পাস-পারমিট ছাড়া অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ এবং জাটকা শিকার করায় ২৮ জেলেকে আটক করা হয়েছে। জব্দকৃত জাটকাসহ ট্রলার ও জেলেদের শরণখোলা আনা হচ্ছে। আটক জেলেদের আজ বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার