নাটোরের সিংড়া উপজেলার সীমান্তবর্তী ভুলবাড়িয়া গ্রামে আজ সকালে অগ্নিকাণ্ডে ১৪টি গবাদি পশু ও ৬টি বসতঘরসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এতে শেফালী বেগম (৪০) নামে এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডের পর স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলো, ভুলবাড়িয়া গ্রামের মৃত ওজিমুদ্দিনের ছেলে আজাদুল ইসলাম, আশরাফুল ইসলাম,আলতাফ হোসেন, আফতাব হোসেন ও আসাদুল ইসলাম।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে ৫ ভাইয়ের ৬টি বসতঘর, ৭টি গরু, ৪টি ছাগল, ৩টি ভেড়া, কয়েকটি হাঁস-মুরগি, ঘরের ভেতরের রাখা চাল-ডাল, নগদ ১৫ হাজার টাকা, জমির দলিলপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার