বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যানের শূন্যপদের নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন ফাহিমা খানম।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
ফাহিমা খানম প্রায়াত ভাইচ চেয়ারম্যান আ. লীগ নেতা এস.এইচ.এম ছাবুল আখতারের সহধর্মিনী।
২০১৫সালের ২৯শে ডিসেম্বর ছাবুল আখতারের মৃত্যু হলে মোরেলগঞ্জ উপজেলা পরিষদের এই পদটি শূন্য হয়।
এর টানা ১৩ মাস পরে গত ১লা ফেব্রুয়ারি এই পদে নির্বাচনের তফশীল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফশীল অনুযায়ী আগামি ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমার দিন ধার্য আছে। নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ই মার্চ।
এই তফশীল ঘোষণার পরে আওয়ামী লীগের সর্মন লাভের আশায় উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক, যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক তাজিনুর রহমান পলাশ, মুরাদ হোসেন হাওলাদার, কৃষকলীগ আহ্বায়ক আব্দুল হালিম জোমাদ্দার ও যুবলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা প্রায়াত ভাইচ চেয়ারম্যান ছাবুল আখতারের স্ত্রী ফাহিমা খানম দৌড়ঝাঁপ শুরু করেন।
মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন আরো জানান, গত রবিবার মনোনয়ন প্রত্যাশীরা বাগেরহাট জেলা আ.লীগের কাছে দলীয় সমর্থন চেয়ে আবেদন করেন। জেলা আ. লীগ এই ৬জনের বিস্তারিত তথ্য সংযুক্ত করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠালে সেখানে ফাহিমা খানমকে দলীয় সমর্থন দেওয়া হয়।