যশোরের শার্শা উপজেলায় ট্রাকের চাপায় আহসানুর রহমান (২৫) নামের এক মোটারসাইকেল অরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার সকাল ১০টার দিকে বাগআচড়ার সাতমাইল-গোগা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান।
নিহত আহসানুর রহমান শার্শার বসতপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। আহত আব্দুল্লাহ (২৩) গোগা গ্রামের আজিবর রহমানের ছেলে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে গোগা থেকে বাগআচড়ার একটি হাসপাতালে যাচ্ছিলেন আহসানুর ও আব্দুল্লাহ। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আহসানুরের মৃত্যু হয় এবং আব্দুল্লাহ আহত হয়।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব