নোয়াখালী সূবর্ণচর উপজেলার মমতাজ খাল, ও কোম্পানীগঞ্জ উপজেলার গাংচিল মোজার চরকলমি পর্যন্ত আন্ত:জেলা ফেরিঘাট সৃজনের দাবিতে
সোমবার দুপুরে কোম্পানীগঞ্জের মন্তাজ আলী বাজারের ব্যাসায়ীসহ স্থানীয়রা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় যুবলীগ নেতা বেলাল, মন্তাজ আলী বাজার সভাপতি ডাক্তার মোস্তফা, সাধারণ সম্পাদক মো. ইসমাইল, আবদুর রহিম চেয়াম্যান, দুলাল মাজি, আবুল বাসার ও মো. সেলিমসহ স্থানীয়রা। বক্তারা সূবর্ণচর উপজেলার মমতাজ খাল, ও কোম্পানীগঞ্জ উপজেলার গাংচিল মোজার চরকলমি পর্যন্ত আন্ত:জেলা ফেরিঘাট সৃজনের দাবি জানান। একইভাবে উড়িরচর জনতা বাজার রাস্তার মাথা ও উড়িরচর সন্দিপ থানার আন্ত:জেলা ফেরিঘাট সৃজনের দাবি জানান। এ বিষয়ে মো. সেলিম চট্টগ্রাম বিভাগিয় কমিশনার ও নোয়াখালী জেলা প্রসাশনের নিকট আবেদন জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার