নীলফামারীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত কররি অভিযোগে ফয়জুল ইসলাম (২৫) নামের এক বখাটেকে ছয় মাসের কারাণ্ডে প্রদান করেছেন ভ্রমাম্যান আদালত।
সোমবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে ফাতিমা ওই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ফয়জুল ইসলাম জেলা সদরের চাপড়া সরমজানী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের সুলতান আলীর ছেলে বলে জানান নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক নাজমুল হক।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, সদর উপজেলার চাপড়া সরমজানী স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া আসার পথে র্দীঘ দিন থেকে উত্যক্ত করে আসছিল বখাটে ফয়জুল ইসলাম। সোমবার সকালে ওই ছাত্রীটিকে বিদ্যালয়ে যাওয়ার পথে পুনরায় উত্যক্ত করলে এলাকাবাসী বখাটে ফয়জুলকে আটক করে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভুমি) উম্মে ফাতিমা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বখাটে ফয়জুলকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ফয়জুলকে দুপুরের দিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।