চট্টগ্রামের বোয়ালখালীতে মো. জসিম (৪২) নামের এক অবৈধ দখলদারকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখলের দায়ে এ কারাদণ্ড দেওয়া হয় বলে জানা গেছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম এ দণ্ড দেন। দণ্ডিত জসিম উপজেলার পূর্ব গোমদণ্ডী শেখপাড়া আবদুল জব্বার মিয়া বাড়ির এনামুল হকের ছেলে।
জানা যায়, উপজেলার আরাকান সড়কে সওজের মালিকানাধীন জায়গায় মো.জসিম অবৈধভাবে বালু দিয়ে ভরাট করছিল। সড়ক ও জনপদ বিভাগের বোয়ালখালী সড়ক শাখা উপ সহকারী মশিউর রহমানের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল