গোপালগঞ্জে শেখ রাসেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ বিশ্বাস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে প্রাতভ্রমনের সময় সদর উপজেলা পরিষদের সামনে তাকে মাটি ভর্তি একটি ট্রলিতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার মৃত্যুতে হিন্দু সম্প্রদায়ের লোকদের মধ্যে ও শেখ রাসেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার