সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামে আজ দুপুরে সোহাগ মিয়া (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহাগ ওই গ্রামের তিতু মিয়ার ছেলে। সে জয়দা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা যায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরছালিন জানান, সোহাগের মুখে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার