প্রতিবারের ন্যায় এবারও পঞ্চগড়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসব। পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার দুপুরে মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল খালেক। এসময় কলজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুর দিনেই মেলায় উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। মেলায় নানা প্রকারের বাহারি পিঠার শতাধিক স্টল দিয়েছে এই কলেজের শিক্ষার্থীরা। এ উপলক্ষ্যে ক্যাম্পাসের বটতলায় চলছে সারা দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার স্থানীয় নাট্য সংগঠন ভূমিজ পরিবেশন করবে নাটক বসন্তের চিঠি। মেলায় আগত দর্শকরা বাংলাদেশ প্রতিদিনকে জানান এমন মেলায় আসতে পেরে তারা খুশি।