ভালোবাসা দিবসে পথাচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে মেহেরপুর পুলিশ বিভাগ। “সুন্দর জীবন, আইন আর নৈতিকতা কথাই শুধু পুলিশ বলেনা, পুলিশের হৃদয়ে ভালোবাসা আছে” এ স্লোগানে মেহেরপুর শহরের বিভিন্ন মোড়ে পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মাঝে এ ফুলেল শুভেচ্ছা দেয় মেহেরপুর পুলিশ।
মঙ্গলবার সকালে শহরের কোট মোড়ে পুলিশ সুপার আনিছুর রহমান পথচারিদের ফুল দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছার সূচনা করেন।
এসময় পুলিশ সার্জেন এসআই শ্যামল দত্ত, ফিরোজ আহামেদ সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা পুলিশের একাধিক দল শহরের বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে ফুল দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে।
এদিকে গাংনীতে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ফুল মাঝে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মঙ্গলবার সকালে গাংনী বাজারে গাংনী থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান ও এসআই শংকর কুমার ঘোষের নেতৃত্বে পুলিশ সদস্যরা পথচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।