মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ও ৩৪০ গ্রাম গাঁজাসহ নয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের আটকের বিষয়টি জানিয়েছেন পুলিশ সুপার মাহফুজুর রহমান।
এর অগে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার সদর, সাটুরিয়া ও ঘিওর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- শাহীন আলম (২৮), আমিনুল ইসলাম (১৯), শাকিল হোসেন (২০), মাধব দাশ (৪২), আরিফ মিয়া (৩২), আরিফ হোসেন (৩০), আমিনুল (৩০), সুজন (২৫) ও নিপু (৩২)। তাদের সবার বাড়ি জেলার বিভিন্ন স্থানে।
পুলিশ সুপার জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।