বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে নব্য জেএমবির নেতা আবু মুসা (৩২)। এই সংগঠনের পাবনা, কুষ্টিয়া, নাটোর ও সিরাজগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী ছিল মুসা। সাংগঠনিকভাবে কখনো সে আবু জার, আবু তালহা, রবিন বা সামিউল নামে পরিচিত ছিল। পাবনা সদর উপজেলার বাসিন্দা মুসা গুলশানের হলি আর্টিজেন মামলায় গ্রেফতারকৃত নব্য জেএমবির শীর্ষ নেতা রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগীও ছিলো।
মঙ্গলবার দুপুরে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এসব তথ্য জানান।
তিনি আরও বলেন, নিহত আবু মুসা গত বছর কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক সানাউল্ল্যাহ ও নাটোরের বনপাড়ায় মুদি দোকানী সুনীল গোমেজ হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলো।
সনাতন চক্রবর্তী বলেন, বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুরে গত সোমবার দিবাগত রাত আড়াইটায় পুলিশের টহলভ্যান লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে একজন আহত হয়। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব