পঞ্চগড়ে প্রতিবারের ন্যায় এবারও শুরু হয়েছে দুই দিনব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসব। পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এই মেলা চলছে।
মঙ্গলবার দুপুরে মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল খালেক। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শুরুর দিনেই মেলায় উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। মেলায় নানা প্রকারের বাহারি পিঠার শতাধিক স্টল দিয়েছে কলেজের শিক্ষার্থীরা। এ উপলক্ষ্যে ক্যাম্পাসের বটতলায় চলছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামীকাল স্থানীয় নাট্য সংগঠন ভূমিজ পরিবেশন করবে নাটক বসন্তের চিঠি। মেলায় আগত দর্শকরা জানান, এমন মেলায় আসতে পেরে তারা খুশি।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা