নোয়াখালীর মাইজদীতে জোড়া খুনের মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ সাহাবুদ্দিনকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ সাহাবুদ্দিন বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের রামেশ্বরপুর মসজিদ বাড়ির হাফেজ নুর উল্যার ছেলে।
র্যাব-১১, লক্ষ্মীপুর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের রামেশ্বরপুর মসজিদ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার