দিনাজপুর-চিরিরবন্দর-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কিবরিয়া (২৫) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে এক বাড়িতে ঢুকে পড়লে এ ঘটনা ঘটে। আজ ভোর সাড়ে ৫টার দিকে চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শাহ্পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
এসময় ট্রাকের ধাক্কায় ওই বাড়ির একটি পাকাঘর ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। নিহত হেলপার কিবরিয়া কুমিল্লা বি-বাড়িয়ার সদর উপজেলার ওজনাসর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে কুমিল্লা থেকে দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৯৪৭৪) ওই স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে পাকেরহাট ডিগ্রী কলেজের অফিস সহকারি ফজলুর রহমানের পাকা বাড়িতে ঢুকে যায়। ফলে ওই ট্রাকের ধাক্কায় বাড়ির একটি পাকাঘর ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়।
বাড়ির মালিক ফজলুর রহমান জানান, এ দুর্ঘটনায় তার বাড়ির অন্তত ১০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। মহাসড়কের দশমাইল হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক সাদেকুর রহমান ওরফে সাদেক জানান, ট্রাকটির হেলপার ওই সময় ট্রাকটি চালাচ্ছিলেন এবং নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল