কিশোরগঞ্জের মিঠামইনে মোটরসাইকেলের সাথে নসিমনের সংঘর্ষে হাদিস মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে হোসেনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাদিস মিয়া মিঠামইনের চমকপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলার ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মিঠামইন সদর থেকে মোটর সাইকেলযোগে ঘাগড়া যাবার পথে হোসেনপুর নামক স্থানে একটি নসিমনের সাথে হাদিস মিয়ার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাদিস মিয়া ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব