মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীর প্রতীকের ওপর হামলা মামলার ৫ আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।
মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার সুমি এ আদেশ দেন।
আদালত সূত্র জানা যায়, আসামি জি এম শহীদুল্লাহ, জি এম মোস্তফা, মোহাম্মদ সেতু, মো. সজীব ও রেদোয়ান হাইকোটের জামিনে ছিল। মঙ্গলবার নিন্ম আদালতে হাজির হয়ে জামিন চাইতে গেলে আদালত তা নামঞ্জুর করে আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের ৫ দিনের রিমান্ডের আবেদনও নামঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলাটির শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট এম এ কামরুল হাসান খান (আসলাম)।
উল্লেখ্য, মাদক বিক্রয়ে বাধা প্রদানে ২০১৬ সালের ২৮ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টার দিকে গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর গ্রামে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কমান্ডারকে (৬৫) মাদক ব্যবসায়ীরা কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব