ময়মনসিংহের ভালুকা পৌরসভায় হালিমুনন্নেছা চৌধুরানী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ওড়না ধরে টানাটানির অপরাধে ২ বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার পৌরসভার মল্লিকবাড়ী ব্রিজের সংগ্লন ওই স্কুলের রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ভালবাসা দিবসে নোংরামি করতে ওই এলাকার পৌরসভার ৩নং ওয়ার্ড চাপড়বাড়ীর শামসুল হকের ছেলে মোস্তফা (২৫) ও তার বন্ধু গফরগাঁও উপজেলার রসুল পুর গ্রামের আবুল হাসেম মোল্লাহ’র ছেলে মামুন মোল্লাহ(২২) রাস্তায় দাঁড়িয়ে ছাত্রীদের ওড়না ধরে টানাটানি করছিলো। বিষয়টি স্কুল কর্তপক্ষ ভালুকা মডেল থানায় জানালে থানার এস আই আ. মান্নান, এ এস আই খলিল ও আ. রহিম ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভালুকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল জাকির ওই দুই বখাটেকে ৬ মাসের করে কারাদণ্ড প্রদান করেন।
ভালুকা মডেল থানার ওসি(অপারেশন)ফাইজুর রহমান জানান, দুইজনকেই আদালত দন্ণ্ড দেওয়ার পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব